1. admin@bartomankagoj.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

ওমরাহ পালন করতে সৌদি আরবে সাকিব

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২ বার পঠিত

ভারত সফরের পর থেকে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে ফেরা হয়নি তার।পরিবারের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রেই। তবে এরমধ্যেই ফের আলোচনায় এই অলরাউন্ডার।
জানা গেছে, পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন সাকিব। মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশির ফেসবুক একাউন্ট থেকে লাইভ করা এক ভিডিওতে দেখা যায়, জুব্বা পরে মক্কাতে ওমরাহ পালন করছেন সাকিব। সাবেক এই অধিনায়ককে ঘিরে উচ্ছ্বসিত ভক্তের জটলা দেখা গেছে এসময়। কয়েকজন ভক্তের সেলফির আবদারও মেটাতে দেখা গেছে তাকে। তবে সাকিব নিজের ফেসবুক পেজে এ নিয়ে কিছুই জানাননি।

এর আগে ভারতের মাটিতে সিরিজ চলাকালে আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। সেখানেই জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় বলে দেবেন তিনি। কিন্তু তার দেশে ফেরা নিয়ে বিস্তর জলঘোলা হয়। বিসিবি তাকে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে ফিরতে নিষেধ করা হয়। এ নিয়ে মিরপুর টেস্ট শুরুর আগে সাকিব-ভক্তরা ব্যাপক বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যায় সরকার। শেষ পর্যন্ত নির্বিঘ্নে শেষ হয় মিরপুর টেস্ট।

সাকিবের খেলার সম্ভাবনা ছিল আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও। কিন্তু তাকে স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। এরপর সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না সাকিব। যদিও আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে থেকেও বিদায় নিতে চান তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনাও নেই বললেই চলে।

গত আগস্টে গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে দেশে হত্যা মামলা হয়েছে। সম্প্রতি সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। এ অবস্থায় তার দেশে বা জাতীয় দলে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা