1. admin@bartomankagoj.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

টিকটক কেনার বিষয়ে আলোচনায় মাইক্রোসফট: ট্রাম্প

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, টিকটক কেনার বিষয়ে আলোচনা করছে মাইক্রোসফট এবং তিনি অ্যাপটি নিয়ে নিলাম দেখতে চান। খবর বিবিসির।

সাংবাদিকরা প্রেসিডেন্টের কাছে জানতে চান, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানটি টিকটক কেনার জন্য প্রস্তাব দিচ্ছে কি না। তখন ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি বলব প্রস্তাব দিচ্ছে। টিকটক কেনার বিষয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাপক আগ্রহ রয়েছে।

ট্রাম্প ও তার পূর্বসূরি জো বাইডেন উভয়েই গত কয়েক বছর ধরে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে টিকটক বিক্রির জন্য চাপ দিয়ে আসছেন।

নিষেধাজ্ঞার কারণে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটি বন্ধ হয়ে গিয়েছিল। তবে গত সপ্তাহে ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করেন, যাতে টিকটককে ৭৫ দিনের সময় দেওয়া হয়েছে।

ট্রাম্পই তার প্রথম মেয়াদে টিকটক যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রির জন্য চাপ দেওয়া শুরু করেন। ২০২০ সালের আগস্ট বাইটড্যান্স সম্ভাব্য ক্রেতা হিসেবে মাইক্রোসফটকে প্রস্তাব দেয়। পরে ওরাকলকে বেছে নিলেও কোনো চুক্তি হয়নি।

ট্রাম্প এর আগে বলেছিলেন, তিনি টিকটক কেনার ব্যাপারে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছেন এবং আগামী ৩০ দিনের মধ্যে অ্যাপটির ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত হবে।

টিকটক কেনা নিয়ে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, এই মুহূর্তে বলার মতো কিছু নেই। বিবিসি টিকটকের মন্তব্য জানতে চেয়েও যোগাযোগ করেছে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ফ্লোরিডায় রিপাবলিকান রাজনীতিবিদদের এক সমাবেশে বক্তব্য দেন এবং টিকটক বিক্রি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমরা দেখব কী হয়। অনেকেই নিলামে অংশ নিতে আসবে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা