গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০২ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৯৬৯ জন।
রবিবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের ৭২ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ২২ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় ৪৫২ জন আর বাকি ২৮৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।