চ্যাম্পিয়নস লিগে গতকাল ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি। সেই ম্যাচেই ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ নামে বিশাল এক ব্যানার নিয়ে হাজির হয় পিএসজির ‘ওতেইয়ে কপ’ সমর্থকগোষ্ঠী।
ব্যানারের নিচে লেখা ছিল, ‘মাঠে লড়াই হোক, কিন্তু বিশ্বজুড়ে শান্তি থাকুক’। বিশাল এই ব্যানারটি দেখে রীতিমত চটেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রতাইয়েউ। পিএসজির কাছে এর ব্যাখ্যা চেয়েছেন তিনি। এক্সে মন্ত্রী লিখেন, ‘এই স্টেডিয়ামে এই ব্যানারের কোনো জায়গা নেই। আমি পিএসজির কাছে এর ব্যাখ্যা চাইছি। ক্লাবটিকে নিশ্চিত করতে হবে, রাজনীতি যেন খেলার কোনো ক্ষতি না করে, যা (খেলা) সবসময় ঐক্যের প্রতীক হয়ে থাকা উচিত। ’
‘যদি এমন ঘটনা আবার ঘটে, তাহলে যেসব ক্লাব নিয়ম পালনে ব্যর্থ হয়েছে, তাদের জন্য ব্যানার নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করতে হবে আমাদের। ’
পরে সুদ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রতাইয়েউ আরও বলেন, ‘এই ব্যানার অগ্রহণযোগ্য। আমি জানতে চাই কীভাবে এই ব্যানারটি প্রদর্শিত হলো। প্যারিস পুলিশের প্রধান ঘটনাটি ব্যাখ্যা করেছেন। আমরা কিছু বিষয়ে একমত হয়েছি, তবে আমি এর জন্য দায়ী ব্যক্তিদের জবাব চাই। ’
পরে এক বিবৃতিতে পিএসজি জানায়, ‘এই ধরনের বার্তা প্রদর্শনের পরিকল্পনা সম্পর্কে ক্লাব অবগত ছিল না। পিএসজি জোর দিয়ে বলতে চায় যে, পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে শুধুমাত্র ফুটবলের প্রতি সকলের অভিন্ন আবেগ থাকা উচিত। স্টেডিয়ামে যেকোনো ধরনের রাজনৈতিক বার্তার দৃঢ়ভাবে বিরোধিতা করে এই ক্লাব। ’
গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় প্রায় ৪৩ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে, নেশনস লিগের ম্যাচে আগামী ১৪ নভেম্বর ইসরায়েলকে আতিথ্য দেবে ফ্রান্স। সেই ম্যাচের নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে অনেক আগে থেকেই আলোচনা হচ্ছে।