বলিউডের মিষ্টি অভিনেত্রীদের কথা যদি বলতেই হয় তাহলে ভাগ্যশ্রীর কথা না বললেই নয়। ৫৬ বছর বয়সেও তিনি একইভাবে সুন্দর এবং ফিট।বৃহস্পতিবার (১৩ মার্চ) হঠাৎ পিকলবল খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
জানা গেছে, এই অভিনেত্রীর কপাল ফেটে গেছে! যেখানে মোট ১৩টি সেলাই পড়েছে।
সামাজিকমাধ্যমে ভাগ্যশ্রী বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা যায়, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভাগ্যশ্রীকে। ভ্রুয়ের কাছে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। কপালে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে এক ছবিতে ধরা দিয়েছেন তিনি। সেটা দেখেই বোঝা গেল, তিনি আপাতত খানিক সুস্থ রয়েছেন।
আসলে পিকলবল শক্ত হওয়ার ফলে খেলার মাঝে অসতর্ক হলেই যে কারও বিপত্তি হতে পারে। শরীরের কোনও অংশে সজোরে পিকলবল লাগলে গুরুতর চোট পেতে পারেন। ভাগ্যশ্রীর ক্ষেত্রেও তাই হয়েছে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছে তার চোখ।খবর প্রকাশ্যে আসতেই ভাগ্যশ্রীর অনুরাগীরা তার আরোগ্য কামনা করেছেন। অনেকের পরামর্শ, ভবিষ্যতে খেলার সময়ে আরও সতর্ক থাকবেন।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া ’সিনেমায় অসাধারণ অভিনয় করে সবার মন জিতে নিয়েছিলেন ভাগ্যশ্রী। এই সিনেমাই সালমানের ভাগ্য ফিরিয়ে দিয়েছিল। ‘ম্যানে পেয়ার কিয়া’ সাফল্যের পর কার্যত আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভাগ্যশ্রীকে। বলিউডকে তিনি একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন।