1. admin@bartomankagoj.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের কল্যাণেই তৈরি ও বাজারজাত হয় ‘মুক্তা পানি’ ঢাকার জার্মান দূতাবাসে ভিসার অপেক্ষায় ৮০ হাজার শিক্ষার্থী লি‌বিয়া থে‌কে বৃহস্পতিবার দে‌শে ফির‌ছেন ১৭৬ বাংলাদেশি পাকিস্তানে ট্রেনের নিয়ন্ত্রণ নিল বিচ্ছিন্নতাবাদীরা, কয়েকশ যাত্রী জিম্মি নীতিগত বিরোধ হবে, তবে জুলাইয়ের ঐক্য থেকে সরব না: নাহিদ হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যায় দম্পতি গ্রেপ্তার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার, নাম প্রত্যাহার রিয়াদের টাকার অভাবে জন্মদিনে রসগোল্লা কাটতেন পরিণীতি! ৫ দাবিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকদের বিক্ষোভ রাস্তায় নারীকে লাঠি দিয়ে পেটানো যুবক ডিবির হাতে গ্রেপ্তার

প্রতিবন্ধীদের কল্যাণেই তৈরি ও বাজারজাত হয় ‘মুক্তা পানি’

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পঠিত

মোঃ সোহেল রানা, গাজীপুর জেলা প্রতিনিধি : পানির অপর নাম জীবন। আর সুস্থভাবে বেঁচে থাকতে হলে মানুষের প্রয়োজন নিরাপদ বিশুদ্ধ পানি। আমাদের ব্যস্ত জীবনে, বিশেষ করে শহুরে জীবনে আমরা বোতলজাত পানি বা জার পানির ওপর অনেকাংশে নির্ভরশীল। আর এ ক্ষেত্রে আমাদের এমন পানির উপর নির্ভর করার সুযোগ রয়েছে যা স্বচ্চ ও প্রতিবন্ধীবান্ধব। আর সেটি হলো মুক্তা পানি। দেশের প্রতিবন্ধীদের দ্বারা তৈরী পানি হলো মুক্তা।

গাজীপুরে সমাজকল্যান মন্ত্রনালয়ের অধীনে এই পানি তৈরীর কারখানাটি পরিচালিত হয়। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এরপর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়।

মুক্তা পানি কারখানার প্রত্যেকটি বোতল অনেক স্বচ্ছভাবে স্পর্শ ছাড়াই যত্নের সাথে বোতলজাত করা হয়। এখানে পানি মাটির গভীর থেকে তোলে ড্রিংকিং ওয়াটার হিসেবে তৈরি করে মেশিনের মাধ্যমে ড্রিংকিং ওয়াটার হিসেবে তৈরি করে বিশুদ্ধ করা হয়। অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্যই এই কার্যক্রম পারিচালিত হয়।
বর্তমানে বাজারে মুক্তা ড্রিংকিং ওয়াটারের অনেক চাহিদা রয়েছে। মুক্তা ড্রিংকিং ওয়াটার সরকারী পানি কোম্পানী হলেও বেসরকারি অন্যসব পানি কোম্পানী সাথে প্রতিযোগিতা দেওয়ামত পানি হয়ে উঠেছে কারন মুক্তা পানি বিশুদ্ধতা ও স্বচ্ছতা সম্পর্কে সবার কাছে জানা।
মুক্তা পানি বাজারজাতকরণ আরো বৃদ্ধিকর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে মোছা: হাজেরা খাতুন, নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে দায়িত্ব আসার পর থেকে মুক্তা ড্রিংকিং ওয়াটার বাজারে চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা