মোঃ সোহেল রানা, গাজীপুর জেলা প্রতিনিধি : পানির অপর নাম জীবন। আর সুস্থভাবে বেঁচে থাকতে হলে মানুষের প্রয়োজন নিরাপদ বিশুদ্ধ পানি। আমাদের ব্যস্ত জীবনে, বিশেষ করে শহুরে জীবনে আমরা বোতলজাত পানি বা জার পানির ওপর অনেকাংশে নির্ভরশীল। আর এ ক্ষেত্রে আমাদের এমন পানির উপর নির্ভর করার সুযোগ রয়েছে যা স্বচ্চ ও প্রতিবন্ধীবান্ধব। আর সেটি হলো মুক্তা পানি। দেশের প্রতিবন্ধীদের দ্বারা তৈরী পানি হলো মুক্তা।
গাজীপুরে সমাজকল্যান মন্ত্রনালয়ের অধীনে এই পানি তৈরীর কারখানাটি পরিচালিত হয়। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এরপর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়।
মুক্তা পানি কারখানার প্রত্যেকটি বোতল অনেক স্বচ্ছভাবে স্পর্শ ছাড়াই যত্নের সাথে বোতলজাত করা হয়। এখানে পানি মাটির গভীর থেকে তোলে ড্রিংকিং ওয়াটার হিসেবে তৈরি করে মেশিনের মাধ্যমে ড্রিংকিং ওয়াটার হিসেবে তৈরি করে বিশুদ্ধ করা হয়। অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্যই এই কার্যক্রম পারিচালিত হয়।
বর্তমানে বাজারে মুক্তা ড্রিংকিং ওয়াটারের অনেক চাহিদা রয়েছে। মুক্তা ড্রিংকিং ওয়াটার সরকারী পানি কোম্পানী হলেও বেসরকারি অন্যসব পানি কোম্পানী সাথে প্রতিযোগিতা দেওয়ামত পানি হয়ে উঠেছে কারন মুক্তা পানি বিশুদ্ধতা ও স্বচ্ছতা সম্পর্কে সবার কাছে জানা।
মুক্তা পানি বাজারজাতকরণ আরো বৃদ্ধিকর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে মোছা: হাজেরা খাতুন, নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে দায়িত্ব আসার পর থেকে মুক্তা ড্রিংকিং ওয়াটার বাজারে চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে।