1. admin@bartomankagoj.com : admin :
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১ বার পঠিত

গাজীপুর: বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে তাবলিগ জামাতের আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) দুই মুসল্লি মারা গেলেন।তারা হলেন- শেরপুরের শ্রীবর্দী থানার ৩ নম্বর রাণী শিমুল এলাকার বাসিন্দা ছাবেত আলী (৭০) ও খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার আব্দুল কুদ্দুস গাজী (৬০)।

শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, তাবলিগ জামাতের সঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নেন ছাবেত আলী। শুক্রবার বাদ আছর ইজতেমা ময়দানে ৪৬ নম্বর খিত্তায় অবস্থানকালে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে আব্দুল কুদ্দুস গাজী বার্ধক্যজনিত কারণে ইজতেমা ময়দানে মারা যান।

বৃহস্পতিবার মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিয়েছেন শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা