1. admin@bartomankagoj.com : admin :
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৯ জানুয়ারি) মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় । দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল , (পরিচালক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড শুধু আমাদের দেহমনকেই সুস্থ রাখে না; বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সমপ্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। শ্রেণিকক্ষে পাঠদান শুধু একটি শ্রেণির মধ্যে সম্পর্ক তৈরি করে, কিন্তু খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড পুরো প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরি করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকান্ড একান্তভাবে জরুরি। এছাড়া তিনি সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক বিকাশ ঘটাতে শিক্ষার্থীদের খেলাধুলাসহ নানামুখী সৃজনশীল ও মননশীল কর্মকান্ডে যুক্ত হওয়ার আহবান জানান।

বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ ফারুকী, (উপ-পরিচালক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা ও ড. মোঃ মোস্তাফিজুর রহমান, (উপ-পরিচালক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা । সভাপতিত্ব করেন , মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা