1. admin@bartomankagoj.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

সরকার চালাতে গেলে নানা ধরনের সমালোচনা শুনতে হয়: প্রধানমন্ত্রী

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০০ বার পঠিত

সরকার চালাতে গেলে নানা ধরনের সমালোচনা শুনতে হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘সকল বাধা বিপত্তি, ব্যঙ্গ, সমালোচনার পরও দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপ দিয়েছে আওয়ামী লীগ সরকার। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করেছে সরকার।’

শনিবার সকালে বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো দুদিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ উল্লেখ করে ২০৩৭ সালের মধ্যে ২০তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বলেন, ‘আমাদের প্রত্যাশা, ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির এবং ২০৪০ সাল নাগাদ একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হবে।’

প্রধানমন্ত্রী জাতীয় উন্নয়নে দেশের স্টার্টআপদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। দেশকে ডিজিটাল করতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের নেওয়া সব উদ্যোগ বাস্তবায়ন হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

 

চাকরির পেছনে না ঘুরে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘লক্ষ্য স্থির ও আত্মবিশ্বাস থাকলে সব বাধা টপকে সাফল্য আনা যায়।’

লিখিত ভাষণে সরকারপ্রধান স্টার্টআপ সামিটে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। পাশাপাশি প্রথমবারের মতো এই সামিট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘তথ্য-প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী উদ্যোক্তাগণই হলেন স্টার্টআপ যাঁরা তাঁদের মেধা, জ্ঞান, সৃজনশীলতা ও অভিজ্ঞতা ব্যবহার করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।’

‘আজকের এই সামিটে প্রায় পাঁচ শতাধিক স্টার্টআপ অংশগ্রহণ করেছেন। যাদের মধ্যে রয়েছেন ৩০০ নারী স্টার্টআপ। এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং স্টার্টআপ ইকোসিস্টেমের অংশীজন।’

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে দুই দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। সামিটে অংশগ্রহণকারীরা স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি তাদের উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের সুযোগ পাবেন।

বিভিন্ন দেশের স্টার্টআপ, ব্যবসা প্রতিষ্ঠান, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, অ্যাঞ্জেল ইনভেস্টর, রেগুলেটর ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে সামিটে ব্যবসায়িক পরিস্থিতি এবং বিশ্বব্যাপী ব্যবসার সুযোগ নিয়ে সেমিনার, ওয়ার্কশপ এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা