ঢাকা: আজ একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালের এদিনে সালাম, রফিক, জব্বার, বরকতরা বুকের রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলাকে রক্ষা করেছিলেন, কোটি কোটি বাঙালির মনে আশা জাগিয়েছিলেন, স্বপ্নকে রাঙিয়েছিলেন রক্তের অক্ষরে। তাদের সেই জ্বালানো দীপশিখাই একাত্তরে অধিক উজ্জ্বল হয়ে রূপ নিয়েছিল স্বাধীনতায়। আর বিশ্বের বুকে জন্ম হয় বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের। যথাযোগ্য মর্যাদায় জাতি আজ স্মরণ করছে ভাষা শহীদদের। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে।
ফরিদপুর: ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।
নীলফামারী: একুশের নতুন চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন নীলফামারীর সর্বস্তরের মানুষ।
খাগড়াছড়ি: ভাষা শহীদদের স্মরণে খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। একুশের প্রথম প্রহরে প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। পরে ধাপে ধাপে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মেহেরপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে মেহেরপুর জেলা বিএনপি। শুক্রবার সকালে শো ডাউন শেষে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় পাকশী বিভাগীয় রেলওয়ের নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা। পরে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।
বান্দরবান: বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি। একুশের প্রথম প্রহরে বান্দরবানের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ।
বরিশাল: ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে বরিশালবাসী। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।