1. admin@bartomankagoj.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকার জার্মান দূতাবাসে ভিসার অপেক্ষায় ৮০ হাজার শিক্ষার্থী লি‌বিয়া থে‌কে বৃহস্পতিবার দে‌শে ফির‌ছেন ১৭৬ বাংলাদেশি পাকিস্তানে ট্রেনের নিয়ন্ত্রণ নিল বিচ্ছিন্নতাবাদীরা, কয়েকশ যাত্রী জিম্মি নীতিগত বিরোধ হবে, তবে জুলাইয়ের ঐক্য থেকে সরব না: নাহিদ হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যায় দম্পতি গ্রেপ্তার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার, নাম প্রত্যাহার রিয়াদের টাকার অভাবে জন্মদিনে রসগোল্লা কাটতেন পরিণীতি! ৫ দাবিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকদের বিক্ষোভ রাস্তায় নারীকে লাঠি দিয়ে পেটানো যুবক ডিবির হাতে গ্রেপ্তার কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যায় দম্পতি গ্রেপ্তার

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২ বার পঠিত

ঢাকা: রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়া (৫০) হত্যার ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।তারা বর্তমানে থানায় রয়েছেন। গ্রেপ্তাররা হলেন- রুপা ও নাজিম। রাতে এসব তথ্য নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।তিনি বলেন, উত্তরখান থানার পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রুপা ও নাজিম দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
হত্যার পর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো শুরু হয়। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি। নিহত সাইফুর রহমানের সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল, কী কারণে তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।এর আগে, সোমবার উত্তরখানের ফ্ল্যাটে উপাধ্যক্ষকে কোপানো হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি মারা যান,

এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মঙ্গলবার তার ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরে নিহত সাইফুর রহমানের ভাই মুজাহিদুর রহমান ভুঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় একটি দায়ের করেন। এজাহারটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করে উত্তরখান থানা পুলিশ।

তখন ওসি মো. জিয়াউর রহমান জানান, সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে বাথরুমে আটকে রাখা হয়। একপর্যায়ে তিনি বাথরুম থেকে বেরিয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। আশপাশের লোকজন তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি বলেন, দুই সন্তান নিয়ে শান্তিনগর পীর সাহেবের এলাকায় একটি বাসায় থাকেন সাইফুরের স্ত্রী। তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এতে উপাধ্যক্ষ সাইফুর রহমান উত্তরখানে একা থাকা শুরু করেন।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা