মো. মোস্তাফিজুর রহমান খান : রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ শামীম আহমেদ রাফী, মোঃ সুমন মন্ডল, মোঃ আল হেলাল তাইফুর, মোঃ রাজু আহম্মেদ, মোঃ মহিবুল ও মোঃ রাজিব হাসান।
দুপুরে তেজগাঁও থানার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে সেনাবাহিনীর সহযোগিতায় ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানাযায়। এসময় তাদের হেফাজত থেকে ৫০ বোতল ফেন্সিডিল, মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ১২ টি মোবাইল ফোন ও দুইটি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
কতিপয় মাদক কারবারি একটি প্রাইভেটকারসহ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জব্দকৃত প্রাইভেটকারযোগে কুষ্টিয়া জেলা থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের জন্য চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজুর পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।