নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে দুই গ্রুপের সংঘর্ষে নারী ও কিশোরসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় গুলি ও টেঁটার আঘাতে আহত হন কমপক্ষে ৩০ জন। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে সায়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
এদিন বেলা ১১টার দিকে নিহতের তথ্য নিশ্চিত করেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর। নিহতরা হলেন শ্রীনগর এলাকার দিরুজা বেগম (৩৫), জুনাইদ মিয়া (১৫), আনিস মিয়া (৩০) ও আমির হোসেন (৭০)। নিহত ৪ জনের দুজন সাবমিয়া গ্রুপের এবং বাকি ২ জন কোন গ্রুপের তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, শ্রীনগরের সায়দাবাদ বাজার দখলকে কেন্দ্র করে গত ২ মাস ধরে একই এলাকার হানিফ মাস্টার গ্রুপ এবং সাবমিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে বুধবার (২১ আগস্ট) সকাল থেকে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। বুধবার দিবাগত রাতে সেটি টেঁটাযুদ্ধে রূপ নেয়। সবশেষ আজ ভোরে ৪ জন নিহত হন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, ‘চার জনের মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।’
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন পলাশ বলেন, ‘খবরটি আমরা পেয়েছি। সেনাবাহিনীসহ ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো যাবে।’