1. admin@bartomankagoj.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের কল্যাণেই তৈরি ও বাজারজাত হয় ‘মুক্তা পানি’ ঢাকার জার্মান দূতাবাসে ভিসার অপেক্ষায় ৮০ হাজার শিক্ষার্থী লি‌বিয়া থে‌কে বৃহস্পতিবার দে‌শে ফির‌ছেন ১৭৬ বাংলাদেশি পাকিস্তানে ট্রেনের নিয়ন্ত্রণ নিল বিচ্ছিন্নতাবাদীরা, কয়েকশ যাত্রী জিম্মি নীতিগত বিরোধ হবে, তবে জুলাইয়ের ঐক্য থেকে সরব না: নাহিদ হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যায় দম্পতি গ্রেপ্তার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার, নাম প্রত্যাহার রিয়াদের টাকার অভাবে জন্মদিনে রসগোল্লা কাটতেন পরিণীতি! ৫ দাবিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকদের বিক্ষোভ রাস্তায় নারীকে লাঠি দিয়ে পেটানো যুবক ডিবির হাতে গ্রেপ্তার

মানিলন্ডারিং এর অভিযোগে সাদিক এগ্রোর মালিক মোঃ ইমরান হোসেন সিআইডি হেফাজতে

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩৭ বার পঠিত

মো. মোস্তাফিজুর রহমান খান : গত ০৩/০৩/২০২৫ খ্রিঃ বিকাল ১৬.২০ ঘটিকায় ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিং এর অভিযোগে দায়রকৃত মামলার প্রধান আসামী সাদিক এগ্রোর মালিক মোঃ ইমরান হোসেন (৪৩)-কে ঢাকার মালিবাগ থেকে গ্রেফতার করা হয়েছে।
আজ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন,
গ্রেফতারকৃত আসামী মোঃ ইমরান হোসেনের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ চক্রের সহযোগিতায় চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রাথমিকভাবে ১৩৩ কোটি টাকার অধিক অর্থ মানিলন্ডারিং অপরাধের মাধ্যমে অর্জন করেছেন মর্মে অনুসন্ধানে প্রতীয়মান হয়।

উক্ত মানিলন্ডারিং অপরাধে জড়িত থাকার প্রেক্ষিতে সাদিক এগ্রোর মালিক মোঃ ইমরান হোসেনসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয় ; যার মামলা নং- ০৭, তারিখ- ০৩/০৩/২০২৫ খ্রিঃ ; ধারা- মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ধারা ৪(২)/৪(৪)।অভিযুক্ত মোঃ ইমরান হোসেন (৪৩), তৌহিদুল আলম জেনিথ (৪৫) ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রো লিমিটেড সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধ্যমে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি ও সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে বিদেশে প্রায় ৮৬,০০,০০০/- (ছিয়াশি লক্ষ) টাকা পাচার করেছেন।

উক্ত অপরাধ চক্রটি প্রতারণার আশ্রয় নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মায়ানমার হতে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় এবং ভুটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় করেছেন মর্মে অভিযোগ রয়েছে।
তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশী ও বংশীয় গরু/ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রয় করে অবৈধভাবে আয় করে প্রায় ১২১,৩২,১৫,১৪৪/- (একশত একুশ কোটি বত্রিশ লক্ষ পনের হাজার একশত চুয়াল্লিশ) টাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

গ্রেফতারকৃত আসামী কাস্টমস হাউজ, ঢাকা কর্তৃক আটককৃত এবং কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার, সাভার, ঢাকার হেফাজতে থাকা ১৫টি ব্রাহমা জাতের গরু সরকারি নির্দেশনা মোতাবেক জবাই করে ন্যায্য মূল্যে মাংস বিক্রয়ের কথা থাকলেও জালিয়াতির মাধ্যমে কাগজ-পত্রে সেগুলো জবাই দেখিয়ে প্রতারণামূলকভাবে তা জবাই না করে গরুগুলোকৌশলে হাতিয়ে নিয়েছেন। মোঃ ইমরান হোসেনসহ অন্যান্য সহযোগীরা বিভিন্ন উপায়ে অবৈধ ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে অর্জিত মোট ১১,৩৬,৯১,২০০/- (এগার কোটি ছত্রিশ লক্ষ একানব্বই হাজার দুইশত) টাকা মোঃ ইমরান হোসেন (৪৩) তার মালিকানাধীন প্রতিষ্ঠান জালালাবাদ মেটাল লিমিটেড এর নামে এফডিআর খুলে বিনিয়োগ করে লন্ডারকৃত সম্পদে রুপান্তর করেছেন। এছাড়া মোহাম্মদপুর থানা, ঢাকার বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুর সরকারী খাল ভরাট ও জবর দখল করে সাদিক এগ্রোর মালিক মোঃ ইমরান হোসেন তার অবৈধ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

অভিযুক্ত (১) মোঃ ইমরান হোসেন, পিতা- মোঃ উসমান আলী, চেয়ারম্যান, সাদিক এগ্রো লিমিটেড, (২) তৌহিদুল আলম জেনিথ (৪৫), পিতা- তারিকুল আলম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, সাদিক এগ্রো লিমিটেড, (৩) অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রো লিমিটেড (Sadeeq Agro Ltd.) -সহ অজ্ঞাতনামা ৫-৭ জন সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে প্রায় ১৩৩,৫৫,০৬,৩৪৪/- (একশত তেত্রিশ কোটি পঞ্চান্ন লক্ষ ছয় হাজার তিনশত চুয়াল্লিশ) টাকা হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করায় অনুসন্ধানকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ জোনাঈদ হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন; যার মামলা নং- ০৭, তারিখ- ০৩/০৩/২০২৫ খ্রিঃ ধারা- মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ধারা ৪(২)/৪(৪)। গ্রেফতারকৃত আসামী মোঃ ইমরান হোসেনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা