1. admin@bartomankagoj.com : admin :
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

চুরি হওয়া পিকআপ উদ্ধার, ৩ জন গ্রেফতার

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৯৩ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন থেকে চুরি হওয়া একটি পিকআপ ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) স্পেস ল্যাব চৌধুরী প্রমোজের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার তিন জন হলো– লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার চরশাহী গ্রামের আবু তাহেরের ছেলে শরিফুল ইসলাম (২৭), বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের নূর হোসেনের ছেলে আরমান হোসেন হিমু (২৭) এবং তাহেরপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে জাকির হোসেন (২৫)।

পুলিশ জানায়, গত বুধবার দিবাগত গভীর রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের জুয়েল হোসেনের বাড়ি থেকে তার পিকআপ নিয়ে যায় একদল চোর। পরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গাড়িটি দেখতে না পেয়ে থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন জুয়েল। অভিযোগের ভিত্তিতে এসআই প্রমোজের নেতৃত্বে কাজ শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনায় জড়িত থাকা সন্দেহে জাকির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে গাড়ি চুরি এবং গাড়ি কোথায় রেখেছে তা স্বীকার করে।

শুক্রবার গ্রেফতার আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ ভল্লবপুর গ্রামের দেলোয়ার হোসেন ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায় বেগমগঞ্জ থানা পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে শরিফুল ও আরমানকে গ্রেফতার এবং বিক্রির সময় চোরাই পিকআপটি উদ্ধার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা